কাশ্মীরে গুলাগুলি, ২ জঙ্গি নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩
কাকডাকা ভোর থেকেই গুলির লড়াই কাশ্মীর উপত্যকায়। জানা যায়, নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ গিয়েছে ২ জঙ্গির। কাশ্মীরি পন্ডিত হত্যার এই ২ জঙ্গির হাতছিল বলেই মনে করা হচ্ছে।
কাশ্মীরি পন্ডিত সঞ্জয় শর্মাকে খুন করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। পুলওয়ামায় একটি ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি, তাঁর বাড়ির অদূরেই খুন করা হয়।
জানা যায়, নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হওয়া ২ জঙ্গির যোগ রয়েছে সঞ্জয় শর্মার মৃত্যুতে।
আরও পড়ুন: ইসরাইলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের আলশিফোরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। তাদের গুলিতে মোরিফৎ মকবুল এবং জাজিম ফারুক নামের ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
কাশ্মীর জোন পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
জেবি/এসবি