ইউক্রেন যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখ মানুষ : জাতিসংঘ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জাতিসংঘের শরণার্থী বিষয়ক
হাইকমিশনার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটি থেকে ১৫ লাখের বেশি মানুষ
বাস্তুচ্যুত হয়েছে।
এদের মধ্যে ছয় লাখ মানুষ প্রতিবেশী
পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, শ্লোভাকিয়াসহ অন্যান্য
ইউরোপীয় দেশগুলোয় আশ্রয় নিয়েছে বাকিরা।
রাশিয়ার হামলা শুরুর পর ১১
দিনে পড়েছে ইউক্রেন যুদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে
এই প্রথম এত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণে শরণার্থীর সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার
(২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই
ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার
মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি
বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার
৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে,
যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা
নিহত হয়েছেন। সূত্র : বিবিসি
ওআ/