বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব এবার সৌদি আরবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

বিশ্ববিনোদন জগতে নতুন মাত্রা যোগ করতে চলেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব—‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আয়োজকরা জানাচ্ছেন, এতে অংশ নেবেন বিশ্বের সেরা ৫০ জনেরও বেশি স্ট্যান্ডআপ কমেডিয়ান।
সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই আয়োজনের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি এক প্রমোশনাল ভিডিও প্রকাশ করেন, যেখানে উৎসবটির বিশালতা ও আন্তর্জাতিক রঙ তুলে ধরা হয়েছে।
বিশ্বখ্যাত মার্কিন কমেডিয়ান কেভিন হার্ট এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আলাল শেখ। তাকে ঘিরেই তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রচারণার ভিডিও। পোস্টে আলাল শেখ লেখেন, “কমেডির রাজা রিয়াদে নামছেন… কেভিন হার্ট প্রস্তুত পুরো আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি উৎসবে।”
কমেডি ফেস্টিভ্যালটি বসবে রিয়াদের বিনোদনকেন্দ্রিক এলাকা বুলেভার্ড সিটিতে। আয়োজনে অংশ নিতে যাওয়া আরও কিছু প্রথম সারির শিল্পীর নাম ইতোমধ্যে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছেন: সেবাস্টিয়ান ম্যানিসকালকো – জনপ্রিয় মার্কিন কমেডিয়ান, তার প্রাণবন্ত উপস্থাপনা ও রসাত্মক দৈনন্দিন পর্যবেক্ষণে বিশ্বব্যাপী পরিচিত। রাসেল পিটার্স – ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কৌতুকশিল্পী, যিনি বহুসাংস্কৃতিক হাস্যরসের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
এই উৎসবটি সৌদি আরবের বিনোদন খাতে বৈচিত্র্য ও আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে সংগীত, সিনেমা ও ক্রীড়াক্ষেত্রে নানা আন্তর্জাতিক আয়োজনের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতিকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে।
আরএক্স/