পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ডন নিউজের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ থেকে লাহোরগামী যাত্রীবাহী একটি বাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি রাস্তার পাশে একটি গভীর খাদে পড়ে যায় এবং উল্টে যায়।
চকওয়াল রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানান, দুর্ঘটনাস্থলেই ৮ জন যাত্রী প্রাণ হারান। আহত হন অন্তত ১৮ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে কালার কাহার তহসিল সদর হাসপাতাল ও চকওয়াল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডিতে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যাদের বয়স যথাক্রমে ৮ মাস, ১ বছর ও ২ বছর। সবচেয়ে বয়স্ক নিহত ব্যক্তি ছিলেন ৪৫ বছর বয়সী। আহতদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে।
রেসকিউ অভিযানে অংশ নেয় রেসকিউ ১১২২-এর ছয়টি উদ্ধার যান, চকওয়াল পুলিশ, ন্যাশনাল হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ এবং ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সদস্যরা।
চকওয়াল জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুখতার সারওয়ার নিয়াজি জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না পেলে আহতদের অবস্থা আরও খারাপ হতে পারত।
চকওয়াল রেসকিউ ও সেফটি অফিসার শওকত আলী বলেন, “আমাদের দল দ্রুত এবং পেশাদার দক্ষতার সঙ্গে সাড়া দিয়েছে।” তিনি যানবাহনের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন, বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রার আগে গাড়ির চাকা, ব্রেক ও স্টিয়ারিং ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানান।
উল্লেখ্য, পাকিস্তানে মহাসড়কে দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হলো দ্রুতগামী গাড়ি, বেপরোয়া ওভারটেকিং ও ট্রাফিক আইন না মানা।
আরএক্স/