ভারতের মনসা দেবী মন্দিরে পদদলনে নিহত অন্তত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৪ জন ভক্ত। রবিবার গভীর রাতে ভক্তদের প্রচণ্ড ভিড় ও গুজব থেকে সৃষ্ট হুড়োহুড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, মন্দির চত্বরে হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে উপস্থিত হাজার হাজার ভক্তের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মুহূর্তেই লোকজন মন্দির প্রাঙ্গণ থেকে পালাতে শুরু করলে সিঁড়িতে পদদলনের ঘটনা ঘটে।
উত্তরাখণ্ড পুলিশের গাড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে বলেন, “মনসা দেবী মন্দিরে ওই সময় বিপুল জনসমাগম হয়েছিল। আতঙ্কের কারণে হঠাৎ করে লোকজন দৌড়াতে শুরু করে। অনেকে পড়ে যান এবং পদদলনের শিকার হন।”
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অনেককে দুর্ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক বিবৃতিতে বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
ভারতে ধর্মীয় উৎসব ও তীর্থযাত্রার সময় অতিরিক্ত জনসমাগমের কারণে পদদলনের ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরেই এমন বেশ কয়েকটি প্রাণঘাতী ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, পর্যাপ্ত প্রবেশ ও নির্গমন পথ, এবং গুজব মোকাবেলায় তথ্য ব্যবস্থাপনা জোরদার করাও জরুরি।
আরএক্স/