১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন লাগে ঠিক তখনই, যখন সেটি ১৭৩ যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।
ঘটনাটি ঘটে শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুরে। আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের। এতে ১৭৩ যাত্রী ছাড়াও ৬ জন ক্রু সদস্য ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, উড্ডয়নের আগমুহূর্তে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি প্রক্রিয়ার অংশ হিসেবে যাত্রীদের বের করে আনা শুরু হয়। যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে নিরাপদে বের হয়ে আসেন।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিমানটি থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে কেবল একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় বিমানের পেছন দিক থেকে ধোঁয়া উড়ছে এবং যাত্রীরা দ্রুত স্লাইড দিয়ে বের হয়ে আসছেন।
এদিকে, আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে আমেরিকান এয়ারলাইনসের আরও একটি ফ্লাইট ইঞ্জিন ত্রুটির কারণে ডেনভারে জরুরি অবতরণ করেছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলটির অতীতেও কিছু নিরাপত্তা-সংশ্লিষ্ট বিতর্ক রয়েছে, যা আবারও প্রশ্নের মুখে ফেলেছে এ মডেলটির ওপর আস্থা।
আরএক্স/