ফিলিস্তিনিরাই চূড়ান্তভাবে বিজয় অর্জন করবে: ইরানের সর্বোচ্চ নেতা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩


ফিলিস্তিনিরাই চূড়ান্তভাবে বিজয় অর্জন করবে: ইরানের সর্বোচ্চ নেতা
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, “ফিলিস্তিন ও গাজা হচ্ছে ইসলামী শক্তির প্রকাশস্থল। আজ ফিলিস্তিনে যা ঘটছে তাতে ইসলামী শক্তির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।


নাইজেরিয়ার সংগ্রামী আলেম হুজ্জাতুল ইসলাম শেখ ইব্রাহিম জাকজাকি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: ইসরাইলের হামলা: ধ্বংস্তূপের নিচে মৃত মায়ের দুধ পান করছি ক্ষুধার্ত শিশু!


খামেনি আরও বলেন, “মহান আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনিরা যে সংগ্রাম শুরু করেছে তা সামনের দিকে এগিয়ে যাবে এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা পরিপূর্ণ বিজয় অর্জন করবে।”


আরও পড়ুন: ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ স্থগিত করল সৌদি


তিনি বলেন, “ফিলিস্তিনে গত কয়েক দিন ধরে যা ঘটছে বিশেষ করে যেভাবে বোমা মেরে শিশু ও নারী-পুরুষকে হত্যা করা হচ্ছে তা মানুষের হৃদয়কে মারাত্মকভাবে আহত করছে। ফিলিস্তিনি জনগণকে সাহায্য-সহযোগিতা করা এখন মুসলিম বিশ্বের সবার দায়িত্ব।” সূত্র: পার্স টুডে


জেবি/এসবি