দ. আফ্রিকাকে ২৪৬ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

চলমান আইসিসি ওয়ানডে কাপে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪৩ ওভারে। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে এই রান করে ডাচরা।
ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডস ৫০ রানে ৪ উইকেট হারানোর পর ১১২ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। তবে দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাঁর ৭৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২৪৫ রানের পুঁজি পেয়েছে ডাচরা।
পরে ২২ রানের মাথায় মাত্র দুই রানে ফেরেন বিক্রমজিৎ সিং। তাকে ফেরান কাগিসো রাবাদা। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড। মারকো জানসেনের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ১৮ রান করে ফেরেন তিনি।
আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পর্বে বাংলাদেশ
এরপর কলিন অ্যাকারম্যান ১৩, বাস ডি লিড ২ রান করে ফিরলে চাপে পড়ে ডাচরা। মাঝে তেজা নিদামানুরুরর ২০ এবং সাইব্রান্ড এনগালব্রেখটের ২০ রানে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে।
এই দুইজনেও ফিরে গেলে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার ও একটি ছক্কায় ৭৮ রান করে চাপ সামাল দেন তিনি।
আরও পড়ুন: টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা
শেষ দিকেও ডার মারউই ও আরিয়ান দত্তের ক্যামিওতে বড় সংগ্রহই পায় নেদারল্যান্ডস। মারউই করেছেন ২৯ এবং দত্তের ব্যাট থেকে আসে ২৩ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এনগিডি, মারকো জানসেন ও রাবাদা।
জেবি/এসবি