গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের স্থানচ্যুত করা ইসরাইলের লক্ষ্য: ইরান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের স্থানচ্যুত করা ইসরাইলের লক্ষ্য: ইরান
আমির আবদুল্লাহিয়ান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী

ভুয়া ও দখলদার ইসরাইলি শাসনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের মিশরের সিনাই অঞ্চল এবং জর্ডানের কিছু অংশে জোরপূর্বক স্থানচ্যুত করা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। 


তিনি তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন।


আরও পড়ুন: কোনো অবস্থাতেই যুদ্ধবিরতি নয়, ঘোষণা ইসরাইলের


গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে ইসলামী দেশগুলোর কর্তৃপক্ষের সাথে আমির আবদুল্লাহিয়ান ধারাবাহিক কূটনৈতিক আলোচনা করছেন। এর অংশ হিসেবে রবিবার (২২ অক্টোবর) রাতে মিশর প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সাথে টেলিফোনে কথা বলেন তিনি।


আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামাতে ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি


ইহুদিবাদী সরকারের অপরাধ এবং গাজার বর্তমান সংকট নিয়ে মিশরের একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজনের কথা উল্লেখ করে আমির আবদোল্লাহিয়ান সংঘাত বন্ধ এবং গাজার জনগণের কাছে মানবিক সহায়তা প্রেরণে মিশরের প্রচেষ্টার প্রশংসা করেন। সূত্র: ইরান নিউজ


জেবি/এসবি