তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া ব্যুরো জানায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আরও পড়ুন: হামাসের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করল ইসরাইল
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
এদিকে, ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে যায় তবে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
জেবি/এসবি