গাজার মানুষের পাশে দাঁড়ালেন আতিফ আসলাম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩


গাজার মানুষের পাশে দাঁড়ালেন আতিফ আসলাম
আতিফ আসলাম

 বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের চিকিৎসা ও খাবারের জন্য অনুদান পাঠিয়েছেন এই কণ্ঠশিল্পী।


পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, আতিফ আসলাম সামাজিকমাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে গাজায় হামলার শিকার মানুষদের জন্য অর্থ তহবিল গঠনে একটি ফাউন্ডেশনে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনিও শামিল হয়েছেন।


আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে জাকজমকপূর্ণ গণজাগরনের নৃত্য উৎসব


গায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনটি জানায়, এই কঠিন পরিস্থিতিতে গাজা, ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য দেড় কোটি রুপি অনুদান দিয়েছেন আতিফ আসলাম। তার এই উদার অবদানের প্রতি গভীর কৃতজ্ঞ আমরা।


আরও পড়ুন: বাবরদের পদত্যাগ চাইলেন পাকিস্তান অভিনেত্রী


তারা আরও জানিয়েছে, মানবতার সেবা নিবেদিতপ্রাণ এ গায়ক কঠিন সময়ে এগিয়ে আসেন মানুষের সেবায়। এবারই প্রথম নয়, বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।


জেবি/এসবি