মোদি-জেলেনস্কির ৩৫ মিনিটের ফোনালাপ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মোদি-জেলেনস্কির ৩৫ মিনিটের ফোনালাপ

ইউক্রেনের চলমান সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দেশটির ক্রমবর্ধমান সংকট নিয়ে দুই নেতার মধ্যে ৩৫ মিনিট আলাপ হয়।

সোমবার (৭ মার্চ) তাদের মধ্যে এই ফোনালাপ হয়েছে। খবর সংবাদ সংস্থা এএনআই এর।

রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে প্রায় ৭০০ ভারতীয় ছাত্র সুমিতে আটকা পড়েছে।

প্রায় ৩৫ মিনিট ধরে চলা টেলিফোন আলাপে নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে সহায়তার জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার চলমান প্রচেষ্টায় ইউক্রেন সরকারের কাছে অব্যাহত সমর্থন চেয়েছেন।

সূত্র জানায়, দুই নেতা ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মোদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সরাসরি আলোচনার প্রশংসা করেছেন।

ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল মোদি ও জেলেনস্কির মধ্যে দ্বিতীয় টেলিফোন কথোপকথন।

 ওআ/