যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় ১৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে ১৫৮টি গাড়ি। এ ঘটনায় ৭ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৪ অক্টোবর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
আরও পড়ূন: গাজায় বিপর্যস্ত মানবতা, জ্বালানি সংকটে একদিনে বন্ধ ৬ হাসপাতাল
লুইসিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়। কুয়াশার কারণে গাড়িচালকরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। এর ফলে সড়কের বিভিন্ন স্থানে এক গাড়ির সঙ্গে আরেক গাড়ির সংঘর্ষ হয়। এতে ৭ জন নিহত হয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় আহত ২৫ জনের বেশি ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেবি/এসবি