Logo

কিশোরগঞ্জের পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৩, ২২:৩১
34Shares
কিশোরগঞ্জের পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

ভৈরবে অবরোধ চলাকালে সকালে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়

বিজ্ঞাপন

বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

দুইজন নিহত হওয়ার বিষয়টি  গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

জানা যায়, সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুইজন নিহত হন। তারা হলেন ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩০) ও ছাত্রদল কর্মী শেফায়েতে উল্লাহ (২০)। নিহত বিল্লাল মিয়া কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকার কাজল মিয়ার ছেলে এবং শেফায়েত মিয়া একই এলাকার কাউছার মিয়ার ছেলে। সংঘর্ষে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাসহ ৮/১০ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। এতে বিএনপির অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিন বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিকে ভৈরবে অবরোধ চলাকালে সকালে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

বিজ্ঞাপন

এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বিএনপির অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD