বাজে পারফরমেন্সের পরেও বড় অংকের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩


বাজে পারফরমেন্সের পরেও বড় অংকের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আফগানিস্তানকে বড় ব্যাবধানে হারিয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ দল। সকালের সূর্য দেখেই নাকি বলা যায়, দিনটি কেমন যাবে? কিন্তু এই কথাটিকে যেন মিথ্যা প্রমাণ করে ছাড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। স্বপ্নের মতো শুরু করা দলটা সেমি ফাইনাল এর প্রত্যাশা নিয়ে ভারতে পারি জমিয়েছিল বিশ্বকাপ খেলতে। কিন্তু, টানা ৬ ম্যাচ হেরে গিয়ে সেই আশায় যেন গুড়ে বালি অবস্থা এখন।


প্রায় দুই যুগ ধরে টেষ্ট খেলা একটা দল কি না.. নেদারল্যন্ডসের মতো আইসিসির সহযোগী দেশের সাথেও হেরে যায়। অথচ এই দলটিই ওয়ানডে সুপার লিগে ১০ দলের মধ্যে তিন নম্বরে থেকে শেষ করেছিল। টানা ছয় পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। 


বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে সকলের  চোখ থাকে প্রাইজমানির দিকে। এবারের বিশ্বকাপে এক কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 


আরও পড়ুন: ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে সৌদি


গত ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের এবারের আসরের,  আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে।


আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।


আরও পড়ুন: আবারও ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি


মেগা আসরটি থেকে কোনো দলই খালি হাতে ফিরবে না। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১০ লাখ টাকা। এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হচ্ছে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।


টুর্নামেন্টে বাংলাদেশের এখনও বাকি আছে দুটি ম্যাচ। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ করবে টাইগারবাহিনী। সে হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ পাচ্ছে দেড় কোটি টাকার মতো। শেষ দুই ম্যাচে জিততে পারলে টাকার অঙ্কটা বাড়বে আরও।


জেবি/এসবি