নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩
নেপালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা কমপক্ষে ১২৯ জনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামে একটা এলাকা। শুক্রবার মধ্যরাতে এই ভূমিকম্প আঘাত হানে। পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, নিহতদের মধ্যে ৯২ জনই জাজারকোট জেলার। এ ছাড়া আহত হয়েছে কমপক্ষে ৫৫ জন। এলাকাটির উপ-পুলিশ সুপার সন্তোষ রোকা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুন: প্রাণনাশের হুমকি পেলেন কেরালার মুখ্যমন্ত্রী
এদিকে, পশ্চিম রুকুমে ভূমিকম্পে নিহত হয়েছে কমপক্ষে ৩৭ জন। জেলার উপ-পুলিশ সুপার নমরাজ ভট্টারি প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “জেলায় ভূমিকম্পে ৮৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জেলা সদরের সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: গাজায় ইসরাইলী বোমা হামলায় নিহত ২০০
ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।
জেবি/এসবি