অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩


অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

আল শিফা হাসপাতালের অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে ইসরাইলি বাহিনী  দাবি করছে, হামাস তাদের অভিযানে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করছিল।


তবে কোন স্থানে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইসরাইল।


আরও পড়ুন: গাজার একটি স্কুলে ইসরাইলি হামলা, নিহত ২০


অপরদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বিবৃতিতে এক্সে (টুইটার) জানিয়েছে, আল শিফা হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স বহর লক্ষ্য করে দু'টি হামলা চালানো হয়। এর মধ্যে একটি হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে, অন্য হামলাটি চালানো হয় হাসপাতালের ফটকের সামনে। রোগীদের বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। 


আরও পড়ুন: মধ‍্যরাতে ভূমিকম্প, দিল্লি-কলকাতা কেঁপে উঠল


রেড ক্রিসেন্ট জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলার ১৫ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। সূত্র: বিবিসি


জেবি/এসবি