তফসিলের পর বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা: ডিবি প্রধান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩
তফসিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নিরাপত্তা ব্যবস্থা দেখতে ইসি ভবন পরিদর্শনে ডিএমপি কমিশনার
তিনি বলেন, অনলাইনে উসকানিদাতাদের খোঁজ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে কাজ করবে পুলিশ। বিদেশে বসে কারা উসকানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা করতে না পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: তফসিল ঘিরে ইসিতে ৩ স্তরের নিরাপত্তা
হারুন অর রশীদ আরও বলেন, তফসিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উসকানি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে।
পাশাপাশি অলি-গলিতে মোটরসাইকেলে পেট্রল টিম কাজ করবে বলেও জানান তিনি।
জেবি/এসবি