আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৭ নভেম্বর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ১৫ই নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৭ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আ. লীগ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ভাষণে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রবিবার)।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ: রিজভী

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির

দেশ-বিদেশে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি: তারেক রহমান
