Logo

দেশে ফিরলেন শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৩, ০৭:০৭
64Shares
দেশে ফিরলেন শাকিব খান
ছবি: সংগৃহীত

“এতে নতুন কী আছে, সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক।

বিজ্ঞাপন

ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শেষে  প্রায় ১ মাস পর দেশে ফিরলেন শাকিব খান। শনিবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকায় ফেরেন এই শীর্ষ নায়ক। 

হযরত শাহজালালর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে শাকিব তার অভিজ্ঞতা এবং নতুন কাজের পরিকল্পনা নিয়ে কথা বলেন  উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে।  

বিজ্ঞাপন

তিনি বলেন, “এই অভিজ্ঞতা কেমন বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।”

বিজ্ঞাপন

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব বলেন, “এতে নতুন কী আছে, সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক। ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে।” 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এই সিনেমা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে, বাংলা ছাড়াও পাঁচটি ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। 

এদিকে, আগামী মাসেই ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান শাকিব। হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD