প্রবীর মিত্র মুসলিম হয়েছেন কি না, জানালেন তার ছেলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়া ফেসবুকে গুঞ্জন ছড়িয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। তবে কি সত্যিই মুসলিম হয়েছেন প্রবীর মিত্র? বিষয়টি নিয়ে তার ছেকে মিঠুন মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি খবরটি সত্য নয়।
মিঠুন বলেন, “আমার বাবা মুসলিম হননি। মানুষ বানোয়াট খবর ছড়াচ্ছেন। আমার মা মুসলিম ছিলেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।”
এদিকে, বয়সের ভারে নুয়ে পড়েছেন প্রবীর মিত্র। সারাদিন বাসায় সময় কাটে। নানারকম অসুখ বাসা বেঁধেছে শরীরে।
আরও পড়ুন: আট দিনে যত আয় করল টাইগার-৩
তিনি জানান, বাবা অনেক দিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নতুন করে যোগ হয়েছে স্মৃতি ভুলে যাওয়ার সমস্যা। প্রায়ই তিনি কিছু মনে করতে পারেন না। বাবার শ্রবণশক্তিও দিন দিন হ্রাস পাচ্ছে। উচ্চস্বরে কথা বললে উত্তর দিতে পারেন। হৃদরোগের জটিলতাও রয়েছে।
জেবি/এসবি