মাত্র ৯০ মিনিটে নিউইয়র্ক থেকে লন্ডনে যাবে নাসার সুপারসনিক জেট


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩


মাত্র ৯০ মিনিটে নিউইয়র্ক থেকে লন্ডনে যাবে নাসার সুপারসনিক জেট
ফাইল ছবি

সম্প্রতি ছড়িয়ে ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সুপারসনিক জেট অচিরেই বাস্তবতায় রূপ নিতে চলেছে। জানা যায়, এই বিমানে চেপে মাত্র ৯০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়া যাবে। 


সিএনএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার এই উচ্চগতির কৌশল নিউইয়র্ক-লন্ডন ফ্লাইটের সময় অবিশ্বাস্য রকমভাবে কমিয়ে আনবে। 


এ বছরের আগস্ট মাসে নাসা এক ব্লগপোস্টেও জানিয়েছিল, তারা এই ফ্লাইটের বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখছে।


আরও পড়ুন: ব্যর্থ হয়ে হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরাইল: ইসমাইল হানিয়া


আগামী ছবর বছর নাগাদ নাসার এই এক্স-৫৯ বিমানটির প্রথম ফ্লাইট চালু করা হতে পারে বলেও জানা গেছে। সময়ের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম এই বিমানটিকে বিশেষ নকশায় বানিয়েছে নাসা।


জেবি/এসবি