Logo

জীবন বাঁচিয়ে মাঠের বাইরেও 'নায়ক' শামি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৩, ২৪:১০
37Shares
জীবন বাঁচিয়ে মাঠের বাইরেও 'নায়ক' শামি
ছবি: সংগৃহীত

তাকে উদ্ধার করার পর শামি নিজেই বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করেন সাহায্য চেয়ে।

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে ভারতের একের পর এক জয়ে বড় অবদান রেখেছেন বোলার মোহাম্মদ শামি। সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে ভারতবাসীর কাছে ‘নায়ক’ হয়ে উঠেছিলেন এই বোলার। 

এবার মাঠের বাইরেও সবার মন জিতে নিলেন মোহাম্মদ শামি। সড়ক দুর্ঘটনায় পড়া এক জনকে উদ্ধার করলেন বিশ্বকাপের সব থেকে সফল এই বোলার। তাকে উদ্ধার করার পর শামি নিজেই বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করেন সাহায্য চেয়ে।

বিজ্ঞাপন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকা নৈনিতালের রাস্তার পাশেই গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছিলেন এক ব্যক্তি। ঠিক সে সময় শামি তার গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অচেনা সেই ব্যক্তিকে দুর্ঘটনায় পড়তে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামান এবং তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এই পেসার।।

বিজ্ঞাপন

শনিবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন শামি। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়িটি পাহাড়ি ঝোপে পড়ে আছে। সেটি পুরোপুরি নিচে না পড়ে একটি গাছের সঙ্গে আটকে ছিলো। দেরি না করে গাড়িতে থাকা ব্যক্তিকে শামিসহ আরও কয়েকজন বের করে আনেন। আহত ব্যক্তিকে শামি নিজেই ব্যান্ডেজ লাগিয়ে দেন।

পোস্টে শামি লিখেছেন, ‘কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি। আল্লাহ তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে বের করে এনেছি।’ শামির এমন মানবিকতায় পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই নায়ক।’ 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, বিশ্বকাপ শেষে ছুটিতে আছেন শামি। ছুটিতেই এই পেসার নৈনিতালে গিয়েছিলেন একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে। সেখানকার সেন্ট মেরি’স কনভেন্ট স্কুলে পড়েন শামির বোনের মেয়ে। সেখানের স্কুলেই শামিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD