Logo

ডাব নিয়ে নির্বাচনের মাঠে হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৫
32Shares
ডাব নিয়ে নির্বাচনের মাঠে হিরো আলম
ছবি: সংগৃহীত

আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়ন জমা দিলাম। বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম।

বিজ্ঞাপন

একদিনের ব্যবধানে দল বদল করে বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছেন কনটেন্ট ক্রিটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এর আগে, বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার অফিস থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন তোলেন আলম। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। 

বিজ্ঞাপন

এদিন বিকেলে সাড়ে ৩টার দিকে হিরো আলমের হয়ে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে  মনোনয়ন জমা দেন।

বিজ্ঞাপন

এ সময় সুজন রহমান বলেন, আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়ন জমা দিলাম। বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম। গতকালের সুপ্রিম পার্টির মনোনয়নে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানতে চাইলে হিরো আলম গণমাধ্যমকে বলেন, সুপ্রিম পার্টির মনোনয়নে ভুল ছিল। বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া, কুমিল্লা-১০ আসনেও ডাব প্রতীক নিয়ে নির্বাচন করার কথা জানান হিরো আলম।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD