হিরো আলমের মনোনয়নপত্র বাতিল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩


হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
হিরো আলম

দেশের আলোচিত ও সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।


রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল।


আরও পড়ুন: মনোনয়ন বাতিল হওয়ায় যা বললেন মাহি


মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, “এটা কোনো বিষয় না। প্রতিবার নির্বাচনের সময় আমার সঙ্গে এটা ঘটে। মনোনয়নপত্র জমাদানের সময় কিছু কাগজপত্রে আমার স্বাক্ষর বাকি ছিল। এ ছাড়া কিছু ঘর পূরণ করা হয়নি। চিন্তার কোনো বিষয় নেই। আপিল করব। আপিল করলে মনোনয়ন ফিরে পাব।”


জেবি/এসবি