বন্যায় বিপাকে বলিউডের আমির খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩


বন্যায় বিপাকে বলিউডের আমির খান
ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে মায়ের কাছে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় আমির খান। সেখানে বন্যায় বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত তাকে বিশেষ নৌকায় করে উদ্ধার করা হয়েছে।


চলতি ঘূর্ণিঝড়ে ভারতের একাধিক রাজ্য বিপর্যস্ত। এতে বানভাসি তামিলনাড়ুর চেন্নাই-সহ উপকূলবর্তী ৭ জেলার গুলো। সেখানেই বিপাকে পড়েন আমির। ফলে নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছাতে হয় তাকেও।


আমিরের সঙ্গে একই নৌকায় ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল। তিনিই আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, “উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। করপক্কমে উদ্ধার কাজ চলছে। আমি নিজেই তিনটে উদ্ধারকারী নৌকা দেখতে পেয়েছি।”


আরও পড়ুন: সিআইডি খ্যাত সেই ‘ফ্রেডরিক্স’ মারা গেছেন


গেল অক্টোবর মাসেই খবর পাওয়া যায়, অভিনয় থেকে বিশ্রাম নিয়ে মুম্বাই ছেড়েছেন আমির। তবে পেশাগত কারণে নয়! আমির জানান, ব্যক্তিগত কারণে মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। তারকার মা থাকেন চেন্নাইয়ে। বার্ধক্যজনিত কারণে বেশ অসুস্থ তিনি। তাই মায়ের সঙ্গে সময় কাটাতে গত কয়েক মাস ধরে দক্ষিণের রাজ্যেই ছিলেন আমির। 


জেবি/এসবি