শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ‍্যমন্ত্রী মমতা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩


শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ‍্যমন্ত্রী মমতা
চা পাতা তুললেন মুখ‍্যমন্ত্রী মমতা । ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে গিয়েছেন।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) উত্তরবঙ্গের কার্শিয়াঙ রিসোর্টে উঠেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পাঙ্খাবাড়ি রোডের চা বাগানে যান তিনি। চা বাগানে গিয়ে পাহাড়ি পোশাক পরে নেন মুখ্যমন্ত্রী। এরপর চা বাগানের শ্রমিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চা-পাতা তুলতে শুরু করেন। আর তাকে চা পাতা তোলার নিয়ম শিখিয়ে দেন নারী শ্রমিকরা।


আরও পড়ুন: অনেক কথা হবে: শেখ হাসিনাকে মমতা


মমতার জনসংযোগ চলে একেবারে মাটিতে নেমে, তৃণমূল স্তরে স্তরে। সেখানকার সংস্কৃতি কিংবা কর্ম সংস্কৃতি সঙ্গে একাত্ম হয়ে যান তিনি। এবারও এমন দৃশ‍্য দেখা গেল মকাই বাড়ি চা বাগানে।


চা বাগানের শ্রমিকরা ঠিক যেভাবে মাথা দিয়ে পিঠের দিকে ঝুড়ি ঝুলিয়ে চা তোলেন, সেইভাবে চা পাতা তুললেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী। একেবারে অন‍্য মেজাজে দেখা গেল তাকে।


আরএক্স/