মোংলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩


মোংলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মোংলায় নানা কর্মসুচি। ছবি: জনবাণী

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মোংলায় নানা কর্মসুচি পালিত হয়েছে। 


শনিবার (৯ ডিসেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় বাগেরহাট এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: মির্জা আব্বাসের দুর্নীতি মামলা


শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। 


“দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান। 


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সহ-সভাপতি নরেশ হালদার, মোংলা সরকারি কলেজের প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, রোহিনী বরন রায়, রীতা সরকার, বিবেকানন্দ মল্লিক, সুনীতি রায়, গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। 


আরও পড়ুন: নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


মানববন্ধন ও আলোচনা সভার আগে সকাল ৮টায় প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান  এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল যথাক্রমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন। 


এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল শ্লোগন ছিলো “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”। 


আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সততা সংঘের সদস্য, স্কাউটস, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আরএক্স/