‘বেকার ছেলে’ প্রিন্স মিলন
সাইফুল বারী
প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩
নতুন গানে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক প্রিন্স মিলন। গানের শিরোনাম ‘বেকার ছেল’। লাবণ্য মামুনের কথায় প্রীতমের সঙ্গীতায়োজনে এটি সুর করেছেন এ কণ্ঠশিল্পী নিজেই।
আরও পড়ুন: তাদের ‘ফলাফল’
বেকারদের মনের কথা দিয়ে সাজানো এই গানটির ভিডিও বগুড়ার বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
মিলন বলেন, গানটি ভালো করে গাইতে সর্বোচ্চ চেষ্টা করেছি। জীবন সংগ্রামে লড়াই করে যাওয়া প্রতিটি বেকার ছেলেকে এটি উৎসর্গ করতে চাই।
গানটি সবার কাছে ভালো লাগবে বলেও আশাবাদী তরুণ এই কণ্ঠশিল্পী।
আরএক্স/