পালিয়ে বিয়ে করায় বাবার হুমকি, নিরাপত্তার জন্য পুলিশের দারস্থ মন্ত্রী কন্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অনেক দিনের পুরোনো সম্পর্ক। কিছু দিন আগে পরিবারের অমতে মনের মানুষকে বিয়ে করেন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা জয়া কল্যাণী। মঙ্গলবার তিনি বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে পুলিশি নিরাপত্তা চান।
জয়া কল্যাণীর জানান, তাঁর বাবা প্রভাবশালী, ফলে তাঁর ও তাঁর স্বামীর জীবনের ঝুঁকি রয়েছে। যেকোনও মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে। তাঁর বাবার পরিচয় জানা হয়। সে কথা জানার পরে চোখ কপালে উঠেছে বেঙ্গালুরুর পুলিশের আধিকারিকদের। জয়া কল্যাণীর বাবা হলেন তামিলনাড়ুর মন্ত্রী পি শেখর বাবু। জয়া কল্যাণী নিজে পেশায় চিকিৎসক। ক'দিন আগে কর্ণাটকের রায়চুক্কে একটি মঠে হিন্দু রীতি মেনে পেশায় ব্যবসায়ী সতীশ কুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধনে।
জয়া কল্যাণীর দাবি, বাবা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাঁর ও স্বামীর জীবনের ঝুঁকি রয়েছে। তাঁরা আতংকে ভুগছেন। সেই কারণে মঙ্গলবার বেঙ্গালুরুর এক থানায় উপস্থিত হয়ে তিনি এবং তাঁর স্বামীর পুলিশি নিরাপত্তার দাবি জানান।
মন্ত্রী কণ্যা পুলিশকে জানিয়েছেন, সতীশ কুমারের প্রতি তাঁর প্রেমের ব্যাপারে বাবা-মার আপত্তি আছে। মাস দুইয়েক আগে একবার বিয়ে করার চেষ্টা করেছিলেন তাঁরা। সেই সময় পুলিশ সতীশকে গ্রেফতার করেছিল। দুই মাসের জন্য হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। মন্ত্রীর মেয়ের দাবিতে বিপাকে পড়েছে বেঙ্গালুরুর পুলিশ।
অপরদিকে জানা যায়, রাজ্যের মন্ত্রী পি শেখর বাবু স্থানীয় থানায় মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন। দাবি করেছেন, মেয়েকে অপহরণ করা হয়েছে।
এদিন জয়া কল্যাণী বলেন, তামিলনাড়ুতে ফিরলে আমাদের হত্যা করা হতে পারে। হুমকি দেওয়া হয়েছে। তাই আমরা সুরক্ষা চেয়ে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে এসেছি।
এসএ/