আদালতে আত্মসমর্পণ করলেন জেরিন খান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩


আদালতে আত্মসমর্পণ করলেন জেরিন খান
জেরিন খান - ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেরিন খান। তিনি ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেছেন। 


সোমবার (১১ ডিসেম্বর) আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে হাজিরা দিয়েছেন তিনি। হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করলে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় তাকে।


দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে কালীপূজার সময় কলকাতা ও আশপাশের কয়েকটি এলাকায় পূজার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিনের। এ জন্য ম্যানেজারের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম নিলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি তিনি। পরে তার বিরুদ্ধে মামলা করে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।


আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ জানালেন রিয়াজ


জেরিন খানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। ওই মামলায় গেল সেপ্টেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এর পর সোমবার আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন সালমান খানের ‘বীর’ সিনেমার অভিনেত্রী।


আরও পড়ুন: দাম্পত্যের গোপন কথা ফাঁস করলেন ভিকি


এদিন, আদালতে তার জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী পবন আগরওয়াল। দু’পক্ষের বক্তব্য শোনার পর ৩০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে এ অভিনেত্রীর মঞ্জুর করেন বিচারক। সঙ্গে শর্তজুড়ে দেন আদালতের অগ্রিম অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন তারকাকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। : টাইমস অব ইন্ডিয়া


জেবি/এসবি