ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: হোয়াইট হাউস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: হোয়াইট হাউস

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করে হামলা করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

বুধবার (৯ মার্চ) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এসব কথা বলেন। খবর বিবিসির।

​​সাকি ইউক্রেনে জৈব অস্ত্র ও রাসায়নিক অস্ত্রের ল্যাব যুক্তরাষ্ট্র পরিচালনা করছে বলে রাশিয়ার দাবিকে অযৌক্তিক বলেন।

তিনি রাশিয়ার মিথ্যা এই দাবিকে পূর্বপরিকল্পিত, বিনা প্ররোচনাহীন আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করার জন্য একটি স্পষ্ট চাল বলে অভিহিত করেন।

পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলছেন, যুদ্ধের তীব্রতা বাড়লে রাশিয়ার অপ্রচলিত অস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে তারা ‘উদ্বিগ্ন

পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের কাছ থেকে এ ধরনের অস্ত্র ব্যবহার করে হামলার শঙ্কা প্রকাশের পর হোয়াইট হাউসও এ বিষয়ে মুখ খুলল।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

ওআ/