বাংলাদেশে আসছে ডানকিও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩
বিশ্বজুড়ে বলিউড বাদশা শাহরুখ খানের ব্যাপক ভক্ত রয়েছে। আর তাই তার নতুন ছবির জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। ইতোমধ্যে বলিউড বাদশা অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পায় বাংলাদেশে। এবার তার অভিনীত ‘ডানকি’ সিনেমাও আসছে।
চলতি মাসের ২১ তারিখে মুক্তি পাবে শাহরুখের ‘ডানকি’। ছবিটি বানিয়েছেন রাজকুমার হিরানি। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে বিশ্বব্যাপী তুমুল আগ্রহ তৈরি হয়েছেন দর্শকদের মাঝে।
জানা যায়, ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশেও ‘ডানকি’ মুক্তি দেওয়ার চেষ্টা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’। এরই মধ্যে ‘ডানকি’ আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট’।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন মাহি
বুধবার (১৩ ডিসেম্বর) ‘অ্যাকশন কাট’র কর্ণধার নির্মাতা অনন্য মামুনের মুম্বাই যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘কিবরিয়া ফিল্মস’র কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
তিনি বলেন, “যৌথভাবে আমি আর মামুন শাহরুখের এই সিনেমাটি আমদানি করব।”
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা
কিবরিয়া লিপু আরও বলেন, “এর আগেও আমরা যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছি। সব ঠিক থাকলে হয়তো আগামী রোববার ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চাই আমরা।”
জেবি/এসবি