হবু স্বামীর পরিচয় জানালেন স্বাগতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনয়শিল্পী স্বাগতা। চিত্রগ্রাহক রাশেদ জামানের বিচ্ছেদের বছরখানেক পর এবার আবারও নতুন করে সংসারী হচ্ছেন এই অভিনেত্রী। পাত্রের নাম হাসান আজাদ, যিনি লন্ডন প্রবাসী। জানা গেছে, নতুন বছরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবেন স্বাগতা ও হাসানের।
সম্প্রতি নিজের হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন স্বাগতা নিজেই। বললেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এক বান্ধবী আমাকে ঢাকার একটি ক্লাবে নিয়ে যায়। ওখানে আমরা হ্যাংআউট করতে গিয়েছিলাম। আমার বান্ধবীর এক বন্ধু ছিল হাসানের কাজিন। হাসানও ছিল ওখানে। এরপর অনেক দিন দেখা হয়নি আমাদের। পরে নভেম্বরে আবারও দেখা হয়। তখন বুঝতে পারি, তিনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। এরপর ভাবলাম, না ঠিক আছে। তবে বান্ধবীর কিন্তু মোটেও উদ্দেশ্য ছিল না হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই
তিনি আরও বলেন, হাসানের মা মাস চারেক আগে মারা গেছেন। বাবা আরও আগে মারা যান। হাসান কিন্তু প্রথমে জানত না, আমি সেলিব্রিটি। ওর আমাকে এমনিতে পছন্দ হয়েছে।
আরও পড়ুন: অমিতাভের কাছে ধমক খেলেন শাহরুখ-কন্যা
স্বাগতা বলেন, আমি মনে মনে ঠিকঠাক একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যার সঙ্গে বাকিটা জীবন পার করে দেওয়া যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম—দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। মিউজিক আমাদের বেঁধে ফেলল।
জেবি/এসবি