হৃতিক-দীপিকাতে মজলেন নেটজনতা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩


হৃতিক-দীপিকাতে মজলেন নেটজনতা
হৃতিক-দীপিকা | ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ফাইটার’ সিনেমার টিজার কয়েকদিন আগেই মুক্তি পায়। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির প্রথম গান ‘শের খুল গায়ে’। প্রকাশিত ওই গানে পার্টি মেজাজে গানের তালে নেচেছেন হৃতিক-দীপিকা। আর তাদের পাশাপাশি এই তারকা জুটির গানে মজলেন নেটজনাতারও।


কুমারের লেখায় ‘শের খুল গায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। সেই সাথে গানটির সংগীত আয়োজনও করেছেন বিশাল শেখর।


‘ফাইটার’ ছবিতে অ্যাকশনে ভরপুর টিজারে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। এরপরই প্রকাশ্যে এলো সিনেমাটির প্রথম গান। ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে মুক্তি পাওয়া গানটি গত ৩ ঘণ্টায় দেখা হয়েছে ১৫ লাখ বারেরও বেশি।


আরও পড়ুন: লোকসংগীতে বাউল মিলন খানের পথচলা


গানটির ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে করণ সিং গ্রোভারকেও দেখা গেছে। নাইট ক্লাবের আবহ তৈরি করা হয়েছে গানটিতে। তারা ছাড়াও গানে আরও রয়েছেন অনিল কাপুর।


আরও পড়ুন: হবু স্বামীর পরিচয় জানালেন স্বাগতা


হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’ ছবিটি প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ এবং সাবেক সেনা অফিসার রমন চিব। এটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধলেন হৃতিক-দীপিকা।


জেবি/এসবি