সস্ত্রীসহ দুর্ঘটনার কবলে বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে বলে সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুক্তরাষ্ট্রের সময় রোববার জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।
আরও পড়ুন: জয়ন্ত দাসের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী হিমন্ত
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পরই সিলভার রংয়ের ওই সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে চালকের দিকে অস্ত্র তাক করে। এসময় গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন। ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন।
আরও পড়ুন: তামিলনাড়ুতে ভারী বর্ষণ ও বন্যায় স্কুল-কলেজ বন্ধ
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন।
জেবি/এসবি