চীনে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেল ১১৮ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩


চীনে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেল ১১৮ জনের
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১৮ জন মারা গেছেন। এঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। ভূমিকম্পটি রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নীচ থেকে লোকজনকে এখনও উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে। 


স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।


এদিকে, ভয়াবহ এই ভূমিকম্পে শতাধিক প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।


চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূপৃষ্ঠের স্বল্প গভীরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় গানসু প্রদেশে শতাধিক মানুষ নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।


এতে আরও বলা হয় , ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের হাইডং শহরে কমপক্ষে ১১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক ভবন ধসে পড়েছে এবং লোকজন নিরাপত্তার কারণে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে।


এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় উদ্ধার কাজ চলছে।  সর্বাত্মক উদ্ধার এবং ত্রাণ প্রচেষ্টা চালানোর পাশাপাশি প্রাণে বেঁচে যাওয়াদের ও তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


আরও পড়ুন: নবজাতকদের খাবার খুঁজতে দিশেহারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা


ভূমিকম্পটি কিংহাউ সীমান্তের কাছে গানসুতে আঘাত হানে। এর পাশেই হাইডং শহর অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।


আরও পড়ুন: রামের মূর্তি তৈরি করলেন জামাল উদ্দিন!


এদিকে,  সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এটি চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়ান শহরেও অনুভূত হয়। শহরটির অবস্থান ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথম দফার ভূমিকম্প আঘাত হানার পর আরও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়।


জেবি/এসবি