ফাঁকা মাঠে গোল দিতে দিবো না: হিরো আলম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩


ফাঁকা মাঠে গোল দিতে দিবো না: হিরো আলম
হিরো আলম - ছবি: সংগৃহীত

বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে শুক্রবার থেকে প্রচারণা শুরু করছেন আলোচিত ইউটিউবার ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 


হিরো আলম বলেন, “আমি বগুড়ায় এসেছি। আগামীকাল শুক্রবার থেকে প্রচার-প্রচারণা শুরু করবো। প্রচার-প্রচারণায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাব যেন পুলিশী সহযোগিতা পাই। এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিবো না। কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে এজন্য নির্বাচনের মাঠে সারাক্ষণ থাকবো।”


আরও পড়ুন: ঘরে ফিরলেন শ্রেয়াস, স্ত্রীর আবেগঘন পোস্ট


তিনি আরও বলেন, “নির্বাচন করতে আহামরি খরচ হয় না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে। আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসেন। আর জনগণ আমাকে ভালোবেসেই ভোট দিতে আসবেন। বগুড়াসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা ইসি বার বার বলেছেন। এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবেন বলে আশা করছি।”


আরও পড়ুন: আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল


জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন, বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমানভাবে সহযোগিতা করবেন। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।


জেবি/এসবি