বেড়ায় যমুনা নদী পাড়ের ৫০ মিটার ডাম্পিং ব্লক ধসে গেছে
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩
পাবনার বেড়ায় যমুনা নদীর ৫০ মিটার ডাম্পিং ব্লক ধসে পড়ার খবর পাওয়া গেছে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করার জন্য বেড়া পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো) নির্বাহী প্রকৌশলী বরাবর এলাকাবাসীর পক্ষে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিল্টু শেখ লিখিত আবেদন করেছেন।
জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা বাজার সংলগ্ন বাবুল হোসেনের বাড়ির কাছে যমুনা নদীর ৫০ মিটার এরিয়ায় নদীর গভীরতায় পানির লেভেল হতে ৫০-৩০ ফুট । পূর্বের ডাম্পিং ব্লক ধসে পিচিং ব্লক পর্যন্ত ধসে গেছে। জরুরি ভিত্তিতে উক্ত স্থানে জিওব্যাগ ডাম্পিং না করলে পরবর্তীতে এলাকায় অনেক ক্ষতির আশংকা প্রকাশ করছেন এলাকাবাসী।
আরও পড়ুন: স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন বেড়ার ক্ষুদ্র খামারিরা
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.হামিদ সরকার বলেন, ধসে পড়া স্থানে সরেজমিনে পরিদর্শন করে মাননীয় ডিপুটি স্পিকার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
আরএক্স/