প্রিয়াঙ্কা-পরিণীতি মানুষ হিসেবে কেমন, জানালেন বোন মীরা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া সবারই পরিচিত মুখ। চোপড়া পরিবারের এই দুই মেয়েই বলিউডে সফল অভিনেত্রী। তবে কেরিয়ারে সফল হলেও আসলে ব্যক্তি মানুষ হিসেবে কেমন তারা? এবার সেটি নিয়ে সম্প্রতি মুখ খেলেছেন তার বোন মীরা চোপড়া।
মীরার অভিযোগ করে বলেন, আমার দুই বোন অবশ্যই ভালো অভিনেত্রী। তবে বোন হিসেবে কোনো সাহায্যই আমি পাইনি তাদের কাছ থেকে।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পত্তি কি পরিমাণ
২০১৬ সালে ‘১৯২০: লন্ডন’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মীরা। সামনে মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘সফেদ’। তার আগেই দুই বোনকে নিয়ে ক্ষোভ প্রকাশ এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মীরা জানান, পরিণীতি পরিবারের সঙ্গে বহু বছর ধরে তেমন কোনো যোগাযোগ রাখে নাই। ‘হাসি তো ফাসি’ সিনেমার সময় থেকেই পরিণীতি দূরত্ব বজায় রাখতেন। সেই তুলনায় অনেক বেশি প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মীরা।
অভিনেত্রী বলেন, ‘প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো, এমনিতে ভালোভাবেই কথাবার্তা চলে। তবে বোনে বোনে সেই যোগ নেই, একই পরিবারের মেয়ে হয়েও বলিউডে কোনো সাহায্য পাইনি।’
আরএক্স/