Logo

হামলা করে ভোটের মাঠ থেকে সরানো যাবে না: হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৯
50Shares
হামলা করে ভোটের মাঠ থেকে সরানো যাবে না: হিরো আলম
ছবি: সংগৃহীত

আমার ওপর যতই হামলা, জুলুম হোক না কেন, ভোটের মাঠ থেকে যাবো না।

বিজ্ঞাপন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার জনপ্রিয়তা দেখে হামলা করছে। পরপর দুবার হামলা করা হয়েছে। আমরা মনোবল হারায়নি। আমি মাঠে আছি। ভোটের দিন পর্যন্ত মাঠে থাকবো। আমার ওপর যতই হামলা, জুলুম হোক না কেন, ভোটের মাঠ থেকে যাবো না।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচনী এলাকা নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হিরো আলম আরও বলেন, হিরো আলম ভয় পায় না ভোটাররা তা জানেন। নির্বাচন ও জনগণের সেবা করতে গেলে বুকে সাহস লাগে। আমি সাহস নিয়েই নির্বাচনী মাঠে এগিয়ে চলছি।

এসময় ভোটারদের ভোটকেন্দ্রে এসে ডাব প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান হিরো আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে ও রোববার সন্ধ্যায় কাহালু বাজারে হিরো আলমের ওপর হামলা চালানো হয়। নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD