Logo

অমিতাভের নাতিকে নিয়ে কোথায় গেলেন শাহরুখকন্যা সুহানা?

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৯
58Shares
অমিতাভের নাতিকে নিয়ে কোথায় গেলেন শাহরুখকন্যা সুহানা?
ছবি: সংগৃহীত

সিনেমার সেটে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন দুই তারকা সন্তান

বিজ্ঞাপন

বলিউড জগতে পা রাখতে এখনও অনেক সময়ের অপেক্ষা করা লাগবে। এর আগেই সামাজিক মাধ্যমে শাহরুখকন্যা সুহানাকে নিয়ে আলোচনা তুঙ্গে। আর আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম ছাড়া কিইবা হতে পারে। শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা প্রায় এক বছর ধরে, চুঁটিয়ে প্রেম করছেন। জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিনেমার সেটে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন দুই তারকা সন্তান।

তবে এখনও প্রকাশ্যে কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে তাতে ঘোষণার খুব একটা দরকাও পড়ে না বলিপাড়ায়। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে হাওয়ায় চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। এর ঠিক সপ্তাহখানেক পরে এক পার্টিতেও বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল এ জুটিকে। ‘দি আর্চিজ’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও নজর এড়ায়নি তাদের রসায়ন। চলতি মাসে মুক্তি পেয়েছে সে সিনেমা। বছরের শেষ দিকে আবার একই ফ্রেমে দেখা মিলল সুহানা ও অগস্ত্যের। বর্ষবরণ করতে একসাথেই মুম্বাই ছাড়লেন নেটদুনিয়ার আলোচিত এই যুগল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও সুহানাদের সাথে দেখা গিয়েছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও। নিজেদের সম্পর্ক নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা-সমালোচনা এড়াতেই নাকি নব্যাকেও তাদের সাথে ছুটি কাটাতে নিয়ে যাচ্ছেন সুহানা ও অগস্ত্য। তবে ঠিক কোথায় যাচ্ছেন বর্ষবরণ উৎযাপন করতে তা এখনও ঠিক জানা যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, নব্যার সাথে গত বছর থেকেই নাম জড়িয়েছে ‘খো গয়ে হম কাহা’ খ্যাত বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। ইতোমধ্যেই তাদেরও একসাথে দেখা গিয়েছে বিভিন্ন পার্টিতে যোগ দিতে। গুঞ্জন উঠেছে, শীঘ্রই নাকি তিনিও যোগ দেবেন সুহানা, অগস্ত্য ও নব্যার সাথে সময় কাটাতে। তবে যতোটা পাপ্পারাজ্জিদের এড়িয়ে যাওয়া যায়, এমন চিন্তা থেকেই কি আলাদা আলাদাভাবে ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা তা বলা যাচ্ছে না নিশ্চিত ভাবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD