Logo

মিশাকে যা যা রান্না করে খাওয়ালেন শাবানা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৪, ০৭:৩০
58Shares
মিশাকে যা যা রান্না করে খাওয়ালেন শাবানা
ছবি: সংগৃহীত

তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেন

বিজ্ঞাপন

চিত্রনায়িকা শাবানা ঢাকাই সিনেমার সোনালী যুগের বরেণ্য অভিনেত্রী। একটা দীর্ঘ সময় ধরেই স্ব-পরিবারে যুক্তরাষ্ট্র বসবাস করেন তিনি। আর সেখানেই সুযোগ পেলে ইন্ডাস্ট্রির সহকর্মীদের সাথে দেখা করেন। তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেন। 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর সম্প্রতি এই অভিনেত্রীর নিউজার্সির বাড়িতে গিয়েছিলেন। শাবানা দীর্ঘদিনের সহকর্মীকে কাছে পেয়ে নিজ হাতে রান্না করে খাইয়েছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে মিশা সওদাগর বলেন, শাবানা আপা আমার জীবনে কে, সেটা শুধু আমিই জানি। চার বছর হয়ে গেছে দেশে আসেন না তিনি। কথা হলেও তার সাথে দেখা হচ্ছিল না। আমার মন চাচ্ছিল আপা-দুলাভাইয়ের সাথে দেখা করি। আর সে  জন্যই সুযোগটাকে কাজে লাগালাম। দীর্ঘদিন পর তাদের সাথে দেখা হয়ে দারুণ সময় কাটালাম। বাসায় বসে আড্ডা দিয়েছি। আমি যাব বলে অনেক কিছুই রান্না করেছেন। আমাকে নিজের হাতে খাবার তুলে খাইয়েছেন আপা।

মিশা আরও জানান, খাবারের মধ্যে ছিলো পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, ইলিশ মাছ, বেগুন ভাজি, সবজি ও ডাল। শাবানা আপা নিজ হাতেই রান্না করেছেন। উনার রান্না অতুলনীয়। বড় বোন হয়ে পরম মমতায় খাবার তুলে খাইয়ে দিয়েছেন আমাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আপার সাথে যে সময়ই দেখা হয়, তখনই আমাদের মধ্যে সিনেমা নিয়েই আলোচনা হয়। তিনি সবার খোঁজ-খবর রাখেন। আমাদের দেশের সিনেমা যে দেশ ও দেশের বাইরে বেশ প্রশংসিত হচ্ছে, সেসব তাকে গর্বিত করছে বলেও জানিয়েছেন আমাকে।

প্রসঙ্গত, মাত্র আট বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক করেন অভিনেত্রী শাবানা। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে নাম লেখান তিনি। তারপর ‘চকোরী’ সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যায় তাকে। একাধিক জনপ্রিয় ছবিতে শাবানাকে দেখা গেলেও ১৭ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। আর প্রায় ২৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। স্বামী-সন্তান ও নাতি-নাতনি নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন নিউজার্সিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে ১৯৮৬ সালে বিএফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন মিশা সওদাগর। ছটকু আহমেদের পরিচালনায় ‘চেতনা’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। এতে নায়ক হিসেবে অভিনয় করলেও বর্তমানে ইন্ডাস্ট্রিতে খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত এ খল অভিনেতা।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD