শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন আবহাওয়ায় আলু চাষীদের করণীয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪


শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন আবহাওয়ায় আলু চাষীদের করণীয়
ফাইল ছবি

পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায় সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহের আভাস।


বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 


শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন আবহাওয়ায় ক্ষতির সম্মুখীনে আলু চাষীরা। আসুন জেনে নিই শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন আবহাওয়ায় আলু চাষীদের করণীয়- 


শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন মেঘলা আকাশ হলে:

(ক) রোগ হওয়ার পূর্বে:

৭ দিন পর পর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক (যেমন-ডাইথেন এম-৪৫ অথবা ইন্ডোফিল এম-৪৫ অথবা পেনকোজেব ৮০ ডব্লিউপি) ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে (গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে)। 


আরও পড়ুন: শ্রীনগরে আগাম ধানের চারা রোপণ শুরু


(খ) রোগ হওয়ার পরে:

(১) রোগের আক্রমন অল্প দেখা দিলে : 

নিজের বা পার্শ্ববর্তী জমিতে রোগ দেখা দিলে ছত্রাকনাশক  যেমন, এক্রোবেট এমজেড (২ গ্রাম) অথবা জেমপ্রো ডিএম (২ মি.লি.) অথবা মাইক্রা ৭২ ডাব্লিউ পি (২ গ্রাম) ১ লিটার পানিতে মিশিয়ে ৭  দিন পর পর স্প্রে করতে হবে (গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে)।


আরও পড়ুন: ফসলের মাঠ যেন হলুদ চাদর


(২) রোগের আক্রমন বেশি দেখা দিলে: 

নিম্নলিখিত ছত্রাকনাশকের মিশ্রন,  যেমন-  এক্রোবেট এমজেড (৪ গ্রাম) অথবা জেমপ্রো ডিএম (৩ মি.লি.) অথবা মাইক্রা ৭২ ডাব্লিউ পি (৪ গ্রাম) ১ লিটার পানিতে মিশিয়ে ৪/৫ দিন পর পর স্প্রে করতে হবে (গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে)। এছাড়া রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আক্রান্ত জমিতে সেচ প্রদান বন্ধ রাখতে হবে।  


বি.দ্রঃ  ২ বার স্প্রের পর ছত্রাকনাশকের  গ্রুপ বদল করতে হবে। সারাদিন সুর্য দেখা না গেলে ছত্রাকনাশকের সাথে ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করতে হবে। 


জেবি/এসবি