Logo

ডাব নিয়ে কেন্দ্রে হাজির হয়েছেন হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৪, ২২:৩৩
43Shares
ডাব নিয়ে কেন্দ্রে হাজির হয়েছেন হিরো আলম
ছবি: সংগৃহীত

কংগ্রেস থেকে ডাব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম চলছে। আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এতে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

জানা গেছে, ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থীর সাথে বিপক্ষে লড়ছেন হিরো আলম। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান হিরো আলম।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে বুঝেছি, এবার আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত আছি। এখন শুধু অপেক্ষা করা। তবে আশা করছি, আমার পক্ষেই ভোট দেবেন সবাই।

বিজ্ঞাপন

হিরো আলম জানান, ভোটগ্রহণের সময় কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে অবশ্যই জয়ী হবেন তিনি। গত নির্বাচনে খুব অল্পের জন্য জয়ী হতে পারেননি এই অনলাইন তারকা। তবে এবার তার জয় নিশ্চিত।

বিজ্ঞাপন

হিরো আলমের ভাষ্যমতে, এবারের ভোটগ্রহণ খুবই সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে, তেমনটাই আশা ব্যক্ত করেছেন তিনি। এ ছাড়া সবগুলো কেন্দ্রেই তার এজেন্ট রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পাশাপাশি এটাও বলেন, অবস্থা পর্যবেক্ষণ করে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু হবে। সেই সাথে হিরো আলম বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়েও পরিস্থিতি দেখবেন।

বিজ্ঞাপন

ইতোপূর্বে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। তবে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান এই কন্টেন্ট ক্রিয়েটর। এ কে এম রেজাউল করিম তানসেন ওই উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী।

বিজ্ঞাপন

ইসির দেওয়া তথ্যমতে জানা যায়, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার কর্মী, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ সদস্য, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি সদস্য, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড ও ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। আর তাদের সাথে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে-ময়দানে থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা কর্মী।

এবার জাতীয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে পুরুষ আছেন ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ আছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। এবার ভোট হচ্ছে ব্যালট পেপারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ টি আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন নির্বাচনে লড়ছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির।

অন্যদিকে, বিএনপিসহ ৬০টি দল এবারের নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগে থেকে হরতাল-অবরোধের পথ বেছে নিছে। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটির নেতৃবৃন্দ। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর ও ইউটিলিটিস বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD