Logo

বাগেরহাটে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন এসপি পত্নী

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারী, ২০২৪, ০২:০২
75Shares
বাগেরহাটে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন এসপি পত্নী
ছবি: সংগৃহীত

ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতারন করা হয়েছে।

বিজ্ঞাপন

উপকূলীয় জেলা বাগেরহাটে জেকে বসেছে শীত। শীতের তীব্রতায় নাকাল জেলার খেটে খাওয়া মানুষসহ প্রায় সকল শ্রেনীর মানুষ। এমন অবস্থায় অসহায় শীতার্ত শতাধিক মানুষরে পাশে দাড়ালেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান এর সহধর্মিনী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি জিনিয়া। 

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের মুনিগঞ্জ সেতুর নিচে অবস্থান করা বেদে পল্লীর শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে কম্বল বিতারণ করেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সহধর্মিনী শিরীন জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের সহধর্মিনী হাবিবা সুলতানা উপস্থিত ছিলেন। 

পুনাক বাগেরহাটের সভানেত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি জিনিয়া বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতারন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আগামীতে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন এতিমখানায় অবস্থান করা ছেলে-মেয়ের দক্ষতা বৃদ্ধিতে কাজ করাসহ নানা পরিকল্পনা আছে আমাদের। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে আগামীতেও থাকবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD