ঘোড়াঘাটে ১৯০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪


ঘোড়াঘাটে ১৯০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরী
দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা ইউনিয়নের বলাহার ব্লকে আদর্শ বীজতলা তৈরী করছেন কৃষকেরা। ছবি: জনবাণী

দিনাজপুরের ঘোড়াঘাটে আদর্শ বীজতলা তৈরী দিন দিন জনপ্রিয় হচ্ছে। পুরোনো পদ্ধতির বীজতলার পরিবর্তে এখন আদর্শ বীজতলা তৈরীতে ঝুঁকছেন কৃষকরা।


উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আদর্শ পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রথমে শুকনা জমি ভালোভাবে চাষ করে জৈব ও রাসায়নিক সার দিতে হয়। জমি প্রস্তুত হলে ১ মিটার প্রস্থ, ৩ মিটার দৈর্ঘ্য ও প্রতি বেডের মাঝে ৫০সে.মি. নালা রেখে বীজতলা তৈরী করতে হবে। মানসম্মত বীজ ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেগুলো বীজতলায় ছিঁটিয়ে হয়। বীজ ছিঁটানোর ৩৫-৪০ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযুক্ত হয়।


আরও পড়ুন: শ্রীনগরে আগাম ধানের চারা রোপণ শুরু


উপজেলার পালশা ইউনিয়নের বলাহার ব্লকের কৃষক আবু তাহের, মশিউর রহমান, ফারুক হোসেন, মেহেদী হাসান বলেন, সুস্থ ও সবল চারা উৎপাদন, বৈরী আবহাওয়া মোকাবিলা করতে ও কোল্ড ইনজুরি থেকে রক্ষা ও পোকার আক্রমণের ঝুঁকি কম থাকায় আমরা পুরোনো পদ্ধতির পরিবর্তে আদর্শ বীজতলা তৈরী করেছি। বীজতলা তৈরীতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা নিয়মিত পরামর্শ সহ তদারকি করছেন। 


আরও পড়ুন: আরও পড়ুন: শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন আবহাওয়ায় আলু চাষীদের করণীয়


উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান, উপজেলার ১টি পৌরসভা ৪টি ইউনিয়নে ৯ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমান জমির জন্য ৪৭৬ হেক্টর বীজতলার প্রয়োজন। এর মধ্যে আদর্শ বীজতলার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯০ হেক্টর। এছাড়াও তিনি আরও বলেন, কোল্ড ইনজুরি থেকে বীজতলা রক্ষা করতে জমিতে পলিথিন ব্যবহারসহ রাতে পানি দিয়ে সকালে বের করে দিতে হবে।


আরএক্স/