৭৪ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক নির্বাচন’ আখ্যা দিয়ে দীর্ঘ ৭৪ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: দেশে বিপদ ধেয়ে আসছে বললেন রিজভী
তিনি জানান, বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান।
আরও পড়ুন: কর্তৃত্ববাদী দুঃশাসন জনগণ মানবে না : রিজভী
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের কারণে মহাসমাবেশ শেষ হলে, সেদিন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া হয়। সেই থেকে গত ৭৪ দিন তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা আজ (বৃহস্পতিবার) খোলা হলো।
জেবি/এজে