বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে জাতির জনকের সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনকের সমাধি বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন প্রতিমন্ত্রী পলকের
এর আগে দুই দিনের সফরে শনিবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জেবি/এসবি