Logo

কলকাতার ছবিতে বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮
100Shares
কলকাতার ছবিতে বুবলী
ছবি: সংগৃহীত

ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট প্রযোজনায় থ্রিলারধর্মী এই ছবিতে বুবলী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৌরভ দাস।

বিজ্ঞাপন

কলকাতার ছবিতে নাম লেখালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। ‘ফ্ল্যাশব্যাক’ নামের নতুন এই সিনেমাটি নির্মাণ করছেন পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নায়িকা বুবলী নিজেই এমনটি জানিয়েছেন।

জানা যায়, ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট প্রযোজনায় থ্রিলারধর্মী এই ছবিতে বুবলী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৌরভ দাস। 

বিজ্ঞাপন

সিনেমাটিতে বুবলীর চরিত্রের নাম শ্বেতা। আর গুরুত্বপূর্ণ চরিত্র ‘অঞ্জন’-এ কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়া ডিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌরভ।

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে গণমাধ্যমকে নির্মাতা রাশেদ রাহা মুঠোফোনে জানান, ইতোমধ্যে ছবিটির ক্যামেরা অন হয়েছে। আমরা ‘ফ্ল্যাশব্যাক’ টিম পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “শুধু বলবো দর্শকের জন্য চকম অপেক্ষা করছে, আপাতত এটুকুই। আজ বিকেলে কলকাতায় একটি প্রেস মিটে বাকিটা জানানো হবে। সেখানে ছবিটির কলাকুশলীরা উপস্থিত থাকবেন।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD